পুঁজিবাজারে লেনদেন আগের সময়ে ফিরছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর হেরফের হলেও বুধবার থেকে বাংলাদেশের দুই পুঁজিবাজারে লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো চার ঘণ্টা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 11:55 AM
Updated : 7 July 2020, 11:55 AM

অর্থাৎ সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল থেকে আগের সময়ে ফিরে যাচ্ছে লেনদেন।

“যেহেতু ব্যাংকিং এখন আগের নিয়মে হচ্ছে, তাই আমরা পুঁজিবাজারের লেনদেন ও আগের নিয়মে ফিরিয়ে নিয়ে আসছি।”

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়েরর জ্যেষ্ঠ কর্মকর্তা তানিয়া বেগমও একই কথা বলেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর মার্চের শেষ ভাগ থেকে মে মাস পর্যন্ত বন্ধ ছিল দেশের পুঁজিবাজার।

এর পর বাজার চালু হলেও সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনের সময় নির্ধারণ হয়েছিল।

এরপর ব্যাংক সময়ের সঙ্গে তাল মেলাতে গত ১৮ জুন থেকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হচ্ছিল।