বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে, সাথে বেড়েছে লেনদেনও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 10:21 AM
Updated : 30 June 2020, 10:21 AM

আগামী বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের শর্ত শিথিল করায় ভালো প্রভাব এসেছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী।

প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো শেয়ারে অপ্রদর্শিত আয়ের টাকা বিনিয়োগ করতে চাইলে তিন বছরের ‘লক ইন’ বা বিক্রয় নিষেধাজ্ঞার শর্ত দেওয়া হয়, যা পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

সোমবার সংসদে পাস হওয়া অর্থবিলে তিন বছরের ‘লক ইন’ কমিয়ে এক বছর করা হয়েছে।

মঙ্গলবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে সাত দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে তিন হাজার ৯৮৯ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৩২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২১ শতাংশ বেশি।

ডিএসইতে মঙ্গলবার ৫৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৫৪ কোটি ৬৬ লাখ টাকা।

সিএসইতে ২২৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৮ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক এক দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৫ দশমিক ০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪০ দশমিক ৯৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২২৪টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির দর।