একদিন বাদেই কমে গেল লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন বুধবার সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 09:38 AM
Updated : 24 June 2020, 09:38 AM

বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে এক দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে তিন হাজার ৯৬৪ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আট দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৭ শতাংশ বেশি।

তবে একদিন বাদেই দুই পুঁজিবাজারেই কমেছে লেনেদেন।

ডিএসইতে বুধবার ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭১ কোটি ৯৬ লাখ টাকা।

সিএসইতে ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩০ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে বুধবার ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ দশমিক ৫৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১৫টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩৩টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১০৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির দর।