লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 09:50 AM
Updated : 23 June 2020, 09:50 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলববার ৭১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৭০ লাখ টাকা বেশি। সোমবার এ বাজারে ৫১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ কোটি ২৬ লাখ টাকা বেশি। সোমবার এ বাজারে ৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচক বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬৩ দশমিক ৩৫ পয়েন্ট হয়েছে।

আর সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১১ হাজার ২৪৮ পয়েন্ট হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৬ শতাংশ কম।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, আর কমেছে ২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩৬টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১০৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির দর।