ডিএসইতে লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক কমলেও ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2020, 09:46 AM
Updated : 8 June 2020, 09:46 AM

সোমবার লেনদেনে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৩ হাজার ৯৫৬ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে সোমবার ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল, যা আগেরদিন ছিল ৭০ কোটি টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৪৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১০ শতাংশ কম।

সিএসইতে ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে সোমবার ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২টির, আর কমেছে ২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৪৭টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।