২ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের দুটি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 11:39 AM
Updated : 23 March 2020, 11:39 AM

ব্যাংক দুটি হল ব্যাংক এশিয়া এবং মার্কেন্টাইল ব্যাংক।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এই লভ্যাংশ দেয়া হয়েছে।

ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি শেয়ারের জন্য বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন।

লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেট পর্ষন্ত শেয়ারের মালিক হতে হবে। রেকর্ড ডেট ১৩ এপ্রিল।

বার্ষিক সাধারণ সভা-এজিএম অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।

সর্বশেষ হিসাবে কোম্পানটির শেয়ার প্রতি মুনাফা ১ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২১ টাকা ৯ পয়সা।

সোমবার শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬ টাকা ৩০ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি শেয়ারের জন্য বিনিয়োগকারীরা ১ টাকা ১০ পয়সা করে পাবেন এবং ২০টি শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার পাবেন।

লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেট পর্ষন্ত শেয়ারের মালিক হতে হবে। রেকর্ড ডেট ১৫ এপ্রিল। এজিএম অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল।

সর্বশেষ হিসাবে কোম্পানটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২২ টাকা ৯৬ পয়সা।

সোমবার শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৩০ পয়সা।