ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫ লাখ শেয়ার কিনছে টিএইচএস কিংসওয়ে

বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম বড় মূলধনের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের (বিএটিবিসি) সোয়া ৫ লাখ শেয়ার কিনে নিচ্ছে টিএইচএস কিংসওয়ে ফান্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 05:26 PM
Updated : 15 March 2020, 05:26 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, ৯ মার্চ থেকে শুরু করে ৩০ দিনের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেট থেকে এ শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধিত লুক্সেমবার্গের এই কোম্পানি।

রোববারের বাজারমূল্য হিসাবে বিএটিবিসি সোয়া ৫ লাখ শেয়ারের দাম প্রায় ৪৮ কোটি টাকা।

বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম বড় মূলধন ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি হিসেবে পরিচিত বিএটিবিসির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি।

এর মধ্যে ৭২ দশমিক ৯১ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাংলাদেশে সরকারের কাছে আছে দশমিক ৬৪ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ দশমিক ১৫ শতাংশ।

বাকী শেয়ারের মধ্যে বিদেশিদের কাছে ১৩ দশমিক ৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২ দশমিক ৫৬ শতাংশ।   

ব্রিটিশ আমেরেকান টোবাকো ২০১৯ সালে বিনিয়োগকারীদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এবছরে কোম্পানিটি প্রতিটি ১০ টাকার শেয়ারে মুনাফা করেছে ৫১ টাকা ৩৭ পয়সা।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বিএটিবিসির পরিশোধিত মূলধন ১৮০ কোটি টাকা।