পুঁজিবাজারে বড় দরপতন

বড় দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। মূল্যসূচকের পাশপাশি লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 11:23 AM
Updated : 26 Feb 2020, 11:23 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ০৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ দশমিক ১১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০৭ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৪১ দশমিক ১২ পয়েন্টে।

এ নিয়ে টানা পাঁচ কর্মদিবস সূচক পড়ল দুই পুঁজিবাজারে।

জানুয়ারিতে বড় ধসের পর পুঁজিবাজার জাগাতে গত ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে ‘বিশেষ তহবিল’ গঠনের সুযোগ দেওয়ার পর থেকেই বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে।

টানা কয়েক দিন লেনদেনের পাশাপাশি সূচকও বাড়ে। কিন্তু গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার থেকে বাজারে লেনদেন ও সূচক কমছে।

চলতি সপ্তাহের চার দিনের লেনদেনে চার দিনই পড়েছে সূচক।  সবমিলিয়ে টানা পাঁচ কর্মদিবসে ডিএসইএক্স ২১০ পয়েন্টের মতো কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৬২৯ কোটি ৬৮ লাখ টাকা।

সিএসইতে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৮৪ লাখ টাকা।

বুধবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১৭ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির।কমেছে ২২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।