বিডিংয়ের অনুমতি পেল ডেল্টা হাসপাতাল

বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য ডেল্টা হাসপাতালের বিডিং অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন -বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 01:59 PM
Updated : 11 Feb 2020, 01:59 PM

মঙ্গলবার কমিশনের ৭১৮তম সভায় এ অনুমোদন দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে, যা দিয়ে যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮৪ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬২ পয়সা। ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য ইলেকট্রনিক বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে বিডিং শুরুর পূর্বের পঞ্চম কার্যদিবস শেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে কমপক্ষে এক কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।

রানার অটোমোবাইলসের বোনাস ইস্যুতে নিষেধাজ্ঞা

সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থের ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে এই অর্থ যথাযথ ব্যবহার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদ কোনো প্রকার বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

এর আগে রানার অটোমোবাইলসের এজিএমে কোম্পানির শেয়ারহোল্ডাররা ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন করে।

সংশোধিত প্রস্তাবে কোম্পানিটি সিএনজি ও এলপিজি চালিত তিন চাকার যান উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে। গত বছরের ২৮ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই  ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

এছাড়া সভায় বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ১ কোটি টাকা প্রদান করবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাষ্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে সেন্টিনেল ট্রাস্ট্রি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।