লেনদেন-সূচক বেড়ে বছর শেষ

বছরের শেষ লেনদেনে মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। ঢাকায় লেনদেন বাড়লেও চট্টগ্রামে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 11:43 AM
Updated : 30 Dec 2019, 11:43 AM

৩১ ডিসেম্বর মঙ্গলবার ‘ব্যাংক হলিডে’র কারণে ব্যাংকগুলোর পাশপাশি পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। সে কারণে মঙ্গলবার ছিল ২০১৯ সালের শেষ লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই‘র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে ১৮ কোটি ২২ লাখ টাকা বেশি। সোমবার লেনদেনের অংক ছিল ৩০০ কোটি ৭৭ লাখ টাকা।

৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে  ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫০৫ দশমিক ৭০ পয়েন্টে।

১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ২০ কোটি ১ লাখ টাকা।

সিএসইতে রোববার লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।