লেনদেন কমে সপ্তাহ শেষ‌

লেনদেন কমে সপ্তাহ শেষ করল বাংলাদেশের ‍পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2019, 11:27 AM
Updated : 28 Nov 2019, 11:27 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক সামান্য বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে বেশ কমেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩১ দশমিক ৪৩ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৯২ দশমিক ৪৪ পয়েন্টে।

বৃহস্পতিবার ঢাকায় ৪৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩১ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৮ বেড়ে  অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে।

অন্য দিকে সিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজার লেনদেনের অংক ছিল ২৬ কোটি ৫৫ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির দর।