ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 11:41 AM
Updated : 23 Oct 2019, 11:41 AM

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮ পয়েন্ট। চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ২৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ৮৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৬২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫৯ দশমিক ৩৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৪ দশমিক ১২ পয়েন্টে।

১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবারে লেনদেনের অংক ছিল ১০ কোটি ৬৬ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।