দরপতনে সপ্তাহ শুরু

দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 11:32 AM
Updated : 1 Sept 2019, 11:33 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮০ দশমিক ৩৮ পয়েন্ট।

দুই বাজারেই লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

কোরবানির ঈদের পর বাজারে কিছুটা ইতিবাচক ধারা ফিরে এলেও এখন আর তা নেই। প্রায় প্রতিদিনই পড়ছে মূল্যসূচক। গত সপ্তাহের পাঁচ দিনের চার দিনই কমেছিল সূচক। ঐ চার দিনে ডিএসইএক্স প্রায় ১০০ পয়েন্ট কমেছিল।

রোববার ঢাকায় ৩৩২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৪০২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ১৭ কোটি ৪৫ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক  ২৫ দশমিক ০৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭০ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯১ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮০ দশমিক ৩৮ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৫২২ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।