পুঁজিবাজারে দরপতন

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 10:23 AM
Updated : 26 August 2019, 10:23 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৮ পয়েন্ট। শতাংশ হিসেবে যা ১ দশমিক ১০ শতাংশ।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭৬ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ।

সোমবার ঢাকায় ৪৪৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার সিএসইতে ১১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৪৩ কোটি ১৫ লাখ টাকা

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

ডিএসইএক্স ৫৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ দশমিক ৭৬ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৩ দশমিক ০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২২ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৯ দশমিক ৬৭ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ক‌মে‌ছে ১৭৬ দশমিক ৩২ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৮০১ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৮৪ টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির দর।