লেনদেন কমে সপ্তাহ শুরু

লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 11:09 AM
Updated : 28 July 2019, 11:09 AM

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকার বাজারে ৪০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৬২ কোটি  টাকা কম।

অপর বাজার চট্টগ্রামে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৮৪ লাখ টাকা।

লেনলেন কমলেও দুই বাজারেই ‍মূল্যসূচক আগের কার্যদিবস বৃহস্পতিবারের জায়গায়ই রয়ে গেছে।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৯ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৬ দশমিক ৭৮ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।