চাঙ্গাভাবেই শেষ হল ঈদের আগের লেনদেনে

ঈদের আগে শেষ লেনদেনে সূচক এবং লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2019, 10:52 AM
Updated : 30 May 2019, 11:08 AM

বাজারের দরপতন ঠেকাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় গত কয়ের দিন ধরেই  চাঙ্গাভাবে ফিরেছে বাজার।

বৃহস্পতিবার ঈদের টানা নয় দিনের ছুটি শুরু হওয়ার শেষ দিন বৃহস্পতিবারও সেই তেজিভাব লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ দশমিক ৫৪ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ দশমিক ৭৫ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ দশমিক ৩৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকায় ৪২৫ কোটি ১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার এই বাজারে ৩৩২ কোটি  ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার সিএসইতে ৪২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ১৫ কোটি ৯২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮০ টির, কমেছে ১১৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৭ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৬ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ দশমিক ৩৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৩৭৫ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭ টির, কমেছে ৮৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।