২৫০% নগদ লভ্যাংশ দেবে বার্জার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2019, 08:07 AM
Updated : 29 May 2019, 08:07 AM
২০১৯ সালের ৩১ মার্চে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

২৫০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো- বার্জার পেইন্টসের ১০ টাকা অবহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা পাবে বিনিয়োগকারীরা।

বুধবার বেলা সাড়ে ১টা ৪৩ মিনিটে ডিএসইতে বার্জার পেইন্টসের শেয়ার আগের দিনের চেয়ে ১৩০ টাকা কমে একহাজার ৪০৮ টাকায় বিক্রি হয়েছে।

সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ১৩ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ১৮ পয়সা।

বার্জার পেইন্টসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৭ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।