বিএসইসির চেয়ারম্যানকে ডিএসইর অভিনন্দন

পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু ভালো পদক্ষেপ নেওয়ায় বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও কমিশনারদের ধন্যবাদ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ –ডিএসই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2019, 11:56 AM
Updated : 27 May 2019, 11:56 AM

সোমবরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অভিনন্দন ও ধন্যবাদ প্রদানের প্রস্তাব গৃহীত হয়৷

সোমবার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান এ অভিনন্দন বার্তা কমিশনের চেয়ারম্যান খায়রুল হোসেনের হাতে তুলে দেন৷

২০১০ সালে পুঁজিবাজার বিপর্যয়ের পর দেশের পুঁজিবাজার পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান সরকার ২০১১ সালের মে মাসে এম খায়রুল হোসেনকে চেয়ারম্যান করে বর্তমান কমিশন গঠন করে৷

খায়রুল হোসেনের নেতৃত্বে বর্তমান কমিশন অত্যন্ত ধৈর্য সহকারে প্রজ্ঞা ও মেধা দিয়ে দীর্ঘ আট বছর পুঁজিবাজার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংস্কারে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন৷

“এই সময়ে বাজার তথা বিনিয়োগকরীদের স্বার্থে প্রয়োজনীয় আইনগত সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের পুঁজিবাজার আজ এক নতুন মাত্রায় পৌঁছেছে৷”

এই আট বছরে বর্তমান কমিশনের নেতৃত্বে আইনভিত্তিক ও প্রযুক্তি নির্ভর যে পুঁজিবাজার গড়ে উঠেছে তা পরবর্তী প্রজন্মের জন্য তথা বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডারদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।