এসবিএসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 12:38 PM
Updated : 25 May 2019, 12:38 PM

বৃহস্পতিবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এই সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ২০১৮ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসবিএসবি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা, যা এর আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৩২ শতাংশ বেশি।

এসময়ে ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ২৫ কোটি টাকা, যা এর আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

২০১৮ সালে এসবিএসি ব্যাংক ২০৩ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে এবং নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৮৮ কোটি টাকা। এবছরে ব্যাংক এক হাজার ৬৩৯ কোটি টাকার রপ্তানি এবং দুই হাজার ৭৩৫ কোটি টাকার আমদানি বাণিজ্য করেছে। এছাড়া ২০১৮ সালে ৪৩২ কোটি টাকার রেমিটেন্স আহরণ করেছে এসবিএসি ব্যাংক।

সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পরিচালক আব্দুল কাদির মোল্লা, মোখলেসুর রহমান, সুফিয়া আমজাদ, আমজাদ হোসেন, মিজানুর রহমান, মোহাম্মাদ নেওয়াজ, এ জেড এম শফিউদ্দিন, তাহমিনা আফরোজ, আনোয়ার হোসেন, শেখ সাইদুজ্জামান, হাফিজুর রহমান বাবু, কামরুন নাহার, মোহাম্মদ আইয়ুব, সাখাওয়াত হোসেন, সৈয়দ হাফিজুর রহমান এবং সাজিদুর রহমানসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।