টানা দরপতন পুঁজিবাজারে

মূল্যসূচক পড়ছেই বাংলাদেশের পুঁজিবাজারে। লেনদেন নেমে এসেছে তলানীতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 10:53 AM
Updated : 15 May 2019, 10:53 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ দশমিক ৮৮ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ১৯৬ দশমিক ০৩ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৫ দশমিক ২০ পয়েন্ট।

বুধবার ঢাকায় ২৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ২৫১ কোটি  ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ১৪ কোটি ৫৫ লাখ টাকা।

সপ্তাহের চার দিনেই সূচক কমেছে দুই বাজারে। ডিএসইতে পর পর দুই দিন ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ১৭৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১২ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৫ দশমিক ২০ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৯২৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ১০০ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর।