সূচক বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 11:00 AM
Updated : 2 April 2019, 11:00 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে। মঙ্গলবার ঢাকায় ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের পরিমাণ ছিল একটু বেশি; ৪২৩ কোটি ৯৭ লাখ টাকা।

সিএসইতে মঙ্গলবার ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। সোমবার  লেনদেনের অংক ছিল ১৬ কোটি ৭০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৭ পয়েন্টে।

ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অপরদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩২ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।