ইসলামিক ফাইন্যান্সের ১৪.৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৪ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 05:06 PM
Updated : 20 March 2019, 05:25 PM

এরমধ্যে ১০ শতাংশ নগদ এবং সাড়ে ৪ শতাংশ বোনাস (স্টক) লভ্যাংশ।

বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। ২০১৮ সালের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সা।

পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের  অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির  বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে  বেলা ১১টায় রাজধানীল কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।