পুঁজিবাজারে দরপতন

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভঅগ কোম্পানির শেয়ার দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 10:28 AM
Updated : 4 March 2019, 10:28 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ দশমিক ৪১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৩০ দশমিক ৩৩ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৬৮২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা রোববারের চেয়ে ১৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ২৭ লাখ টাকা।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২৮ কোটি ৬ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।