দরপতন পুঁজিবাজারে

মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 11:25 AM
Updated : 27 Feb 2019, 11:25 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ২৭ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্টের বেশি।

৩০ জানুয়ারি জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পর থেকেই বাজারে মন্দা চলছিল। সূচকের পাশপাশি লেনদেনও কমছিল।

সোমবার ব্যাংক-আর্থিক খাত এবং বড় মূলধনের কোম্পানির শেয়ারে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল বাজার। কিন্তু একদিনই পরই ফের আগের অবস্থায় ফিরে এসেছে।

মঙ্গলবার ডিএসইএক্স কমেছিল ১৭ পয়েন্ট। সিএএসপিআই পড়েছিল ৫৯ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৮৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৬৭৯ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৯০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

ডিএসইএক্স ২৬ দশমিক ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৭১১ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮ দশমিক ৬৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৩৫ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৩ দশমিক ৪৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বন্ধ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে বাংলাদেশ ব্যাংক ঢাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা জারি করে।

এসব কারণে বৃহস্পতিবার প্রধান বাজার ডিএসইতে লেনদেন বন্ধ থাকবে। তবে সিএসইতে লেনদেন হবে।