ব্যাংক-আর্থিক খাতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে বাজার

ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে ভর করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 11:28 AM
Updated : 25 Feb 2019, 11:28 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮২ পয়েন্ট।

একইসঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারেই।

৩০ জানুয়ারি জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পর থেকেই বাজারে মন্দা চলছিল। সূচকের পাশপাশি লেনদেনও কমছিল।

ক্ষোভ-হতাশা বিরাজ করছিল বিনিয়োগকারীদের মধ্যে।

সোমবার ব্যাংক ও আর্থিক খাতের শেয়ার এবং বড় মূলধনের কোম্পানি গ্রামীণফোন ও স্কয়ার ফার্মার দাম বাড়ার কারনে বাজারে লেনদেন ও সূচক বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো  ২০১৮ সালের লভ্যাংশ ঘোষণা শুরু করেছে। ভালই ডিভিডেন্ট দিচ্ছে। ব্যাংকগুলোও লভ্যাংশ ঘোষণা শুরু করবে। অনেক ব্যাংকের দাম এখনও খুবই কম। 

“সবমিলিয়ে এই দুই খাতের শেয়ারগুলো নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সে কারণেই দাম বাড়ছে।”

বাজার পরিস্থিতি

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৫ দশমিক ৭৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৯৩ দশমিক ২৯ পয়েন্টে।

সোমবার প্রধান ডিএসইতে ৭১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩৭ কোটি ৫৫ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে ৫৮০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৬৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৫৫ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ ১৯ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৭ কোটি ১৯ লাখ টাকা বেশি।

লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।