ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 10:40 AM
Updated : 4 Feb 2019, 10:41 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দুই বাজারেই মূল্যসূচক বেড়েছে। তবে লেনদেন খানিকটা কমেছে।

৩০ জানুয়ারি চলতি ২০১৮-১৯ অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পর টানা তিন দিন সূচক পড়ার পর সোমবার বাড়ল।।

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্টের মতো বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্টের বেশি।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে। সোমবার ঢাকায়  ৮৮৯ কোটি ৫  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৯ ৮৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৩৬ কোটি ৭৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৮ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭  দশমিক ৮৫পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৮৩৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১ টির, কমেছে ১৩২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।