সূচক বাড়লেও দর কমেছে বেশিরভাগ কোম্পানির

সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 12:38 PM
Updated : 22 Jan 2019, 12:38 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৮৬৫ দশমিক ৪৬ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫২ দশমিক ০৫ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৮ হাজার ৩৩ দশমিক ৬৭ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ৬৫ শতাংশ কোম্পানির (২২৪টি) শেয়ারের দরই কমেছে।

বেড়েছে ২৭ শতাংশ বা ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ কোম্পানির (২৭টি)  দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। সোমবার লেদেনের পরিমাণ ছিল ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে হয়েছে ১৬ কোটি ৮৮ লাখ টাকা। যা সোমবার থেকে ১৫ কোটি ৭০ লাখ টাকা কম।

মঙ্গলবার সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।