মার্জিন রুলস কার্যকরের স্থগিতাদেশের মেয়াদ বাড়লো

পুঁজিবাজারে মার্জিন রুলস কার্যকারিতার স্থগিত আদেশের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়িয়েছে পুঁবিজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2018, 06:08 PM
Updated : 26 Dec 2018, 06:08 PM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) আবদেনের পরিপ্রেক্ষিতে ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে কমিশন মার্জিন রুলস ১৯৯৯ এর ৩(৫) এর কার্যকারিতা স্থগিত আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।

পুঁজিবাজারে মন্দার মধ্যে ঋণ নিয়ে টাকা খাটিয়ে লোকসানে পড়া বিনিয়োগকারীদের দাবিতে ২০১৩ সালের এপ্রিলে মার্জিন রুলসের এই নিয়ম স্থগিত করা হয়।

এর ফলে মার্জিন ঋণের কারণে গ্রাহকের ইক্যুয়িটি ঋণাত্মক হয়ে গেলেও তাদের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখা সম্ভব হয়।

১৯৯৯ সালের মার্জিন রুলসের ৩(৫) ধারায় বলা হয়েছে, কোনো বিনিয়োগকারীর ডেবিট ব্যালেন্স ১৫০ শতাংশের নিচে নেমে গেলে ঋণদাতা প্রতিষ্ঠান তার কাছে নতুন করে মার্জিন চাইবে।

এই মার্জিনের পরিমাণ এমন হবে যাতে তার ডেবিট ব্যালেন্স ১৫০ শতাংশের উপরে থাকে।