সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেনের সঙ্গে মূল্যসূচকও বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 10:56 AM
Updated : 3 Dec 2018, 10:56 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্টের মতো ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৮ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৪৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ৬৮ লাখ টাকা কম।

রোববার এই বাজারে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইতে ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১ কোটি ৯ লাখ টাকা বেশি।আগের দিন লেনদেন ছিল ২৫ কোটি ৭৬ লাখ।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৬ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ১০ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৪ দশমিক ৫২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির দর।