‘পুঁজিবাজারের বর্তমান অবস্থা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক’

বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা অত্যন্ত স্বস্তিদায়ক এবং আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 03:37 PM
Updated : 29 Nov 2018, 03:37 PM

বৃহস্পতিবার পুঁজিবাজার বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধান পুঁবিাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (তিনি বলেন, “একটি উন্নত অর্থনীতি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে প্রতিষ্ঠিত করতে বর্তমান পুঁজিবাজারের অবস্থা বিনিয়োগকারীগনের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক৷”

 “ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে চীনের শীর্ষস্থানীয় দুই স্টক এক্সচেঞ্জ শেনজেন এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ৷ এই দুই দুই স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের পুঁজিবাজারের সাথে যুক্ত হওয়ায় ডিএসইর অগ্রগতির জন্য বড় ধরনের সুযোগ তৈরী হয়েছে৷”

 “গত পাঁচ বছরে বাংলাদেশের পুঁজিবাজারে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে৷ বিএসইসি আইএসকো এর ‘এ’ ক্যাটাগরি সদস্য হয়েছে৷ ডিএসই অর্জন করেছে ওয়ার্ল্ড ফেডারেশন্স অফ এক্সচেঞ্জেস এর সদস্যপদ।”

বাংলাদেশের প্রধান পুঁবিাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের পণ্যের বৈচিত্রতা আনয়নে বহুমূখী উদ্যোগ গ্রহণ করেছে৷ খুব শিগগিরই পুঁজিবাজারে স্বল্প মূলধন প্রতিষ্ঠানের অর্থায়ন ও তালিকাভুক্তির ব্যাবস্থা করা হবে৷”

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘এআইউবি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি মাজেদুর রহমান এসব কথা বলেন৷

এআইউবির ভাইস চ্যান্সেলর কারমেন জেড লামাগনার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এবং এআইইউবির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন চার্লিস সি ভিল্লানুয়েভা