লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 11:26 AM
Updated : 26 Nov 2018, 11:26 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেন বেড়েছে বেশ খানিকটা।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ দশমিক ০১ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩ দশমিক ৪৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা রোববারের চেয়ে ৪৬ কোটি ২৯ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে ৫৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৪০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৯ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৯ দশমিক ৩১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২০৬ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির দর।