দেড় মাস পর ডিএসইতে ৮০০ কোটি টাকা লেনদেন

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 11:23 AM
Updated : 19 Nov 2018, 11:23 AM

সপ্তাহের দ্বিতীয় সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৮০৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই অংক রোববারের চেয়ে ২৪৬ কোটি ৫২ লাখ টাকা বা ৪৪ দশমিক ৩০ শতাংশ বেশি এবং গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ।

রোববার এই বাজারে ৫৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

৭ অক্টোবর ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছিল ডিএসইতে। এরপর আর ৮০০ কোটি টাকার ‘ঘর’ অতিক্রম করেনি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন বেড়েছে ২৮ শথাংশ। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮ দশমিক ২৯ পয়েন্টের মতো।

রোববার সিএসইতে ২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা।

আকস্মিক লেনদেন বাড়ার কারণ জানতে চাইলে বাজার বিশ্লেষক শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজারে এভাবে লেনদেন বাড়ার কোন কারণ আমি খুঁজে পাচ্ছি না। জাতীয় নির্বাচনের আগে সাধারণত: সবাই দেখে-শুনে বিনিয়োগ করে। সবাই অপেক্ষা করে…। সে কারণে লেনদেন খুব একটা বাড়ে না “

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৫ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৩৭ দশমিক ৬২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।