ইউনাইটেড এনার্জির সব শেয়ার কিনছে ইউপিজিডিসিএল

ইউনাইটেড এনার্জির সব শেয়ার কিনে নিচ্ছে একই গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ইউপিজিডিসিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 11:34 AM
Updated : 14 Nov 2018, 11:34 AM
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইউনাইটেড পাওয়ার লিমিটেড জানিয়েছে, নিজের গ্রুপের  প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার কিনে নেবে তারা।

ইউপিজিডিসিএল বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি কোম্পানি। আর ইউনাইটেড এনার্জি লিমিটেড (ইউইএল) একই গ্রুপ অর্থাৎ ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরেকটি কোম্পানি; তবে এটি পুঁজিবাজারে তালিকাভূক্ত নয়।

ইউইএলের দুইটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। একটি ৫৩ মেগাওয়াট সম্পন্ন আশুগঞ্জে এবং অপরটি ২৮ মেগাওয়াটের সিলেটে।

ইউইএল আবার তাদের ইক্যুইটির ৯২ দশমিক ৪১ শতাংশ ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডে বিনিয়োগ করেছে।

ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডে (ইউএইএল) আশুগঞ্জের ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত।

ইউএইএল গ্যাস ভিত্তিক ১৯৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র।

ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডে (ইউএইএল) পাবলিক প্রাইভেট পাটনার্শিপের ১৫ বছর মেয়াদি এ প্রকল্প ২০১৫ সালের ৮ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন দেশের পুঁজিবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত হয়।

২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ সালে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের মুনাফা হয়েছে ৪০০ কোটি টাকার বেশি।

 
 

সর্বশেষ ৩১ অক্টোবরের হিসাবে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের বেশির ভাগ শেয়ার রয়েছে কোম্পানির হাতে।