সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

সূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 11:40 AM
Updated : 11 Nov 2018, 11:40 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৬৬ কোটি ২৬ লাখ টাকা কম।

রোববার লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশ‌মিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৮৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।