৩ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি অস্বাভাবিক

কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 10:49 AM
Updated : 4 Oct 2018, 10:49 AM

এগুলো হলো- সাভার রিফ্র্যাকটরিজ, রহিম টেক্সটাইল ও জুট স্পিনার্স।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবাসইটে এ তথ্য জানানো হয়েছে।

২৪ সেপ্টেম্বর রহিম টেক্সটাইলের দাম ছিল ৩৯৮ টাকা ৭০ পয়সা, যা ৩ অক্টোবর বেড়ে ৫১১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এ হিসেবে সাত কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১১২ টাকা ৮০ পয়সা বা ২৮ শতাংশ।

জুট স্পিনার্সের শেয়ারদর ২৬ সেপ্টেম্বর ছিল ৭০ টাকা, যা ৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনে ২১ টাকা ২০ পয়সা বা ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ২০ পয়সায়।

সাভার রিফ্রাক্টরিজের শেয়ারদর ১ অক্টোবর ছিল ৯৯ টাকা ৩০ পয়সা, যা ৩ অক্টোবর পর্যন্ত ২ দিনে ১৫ টাকা ১০ পয়সা বা ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ টাকা ২০ পয়সা।

কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে এর পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্যের ভূমিকা নেই নেই ডিএসইকে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।