৩ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 05:34 AM
Updated : 2 Oct 2018, 05:34 AM

দর বাড়ার কারণ জানতে চেয়ে দেওয়া নোটিসের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে কোম্পানিগুলো।

কোম্পানিগুলো হচ্ছে- স্টাইলক্রাফট, এসকে ট্রিমস ও দুলামিয়া কটন স্পিনিং মিলস।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৩ সেপ্টেম্বর স্টাইলক্রাফটের শেয়ারের দর ছিল ২ হাজার ৭১৩ টাকা ৮০ পয়সা, যা ১ অক্টোবর ৪ হাজার ৩১২ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

গত ২৫ সেপ্টেম্বর এসকে ট্রিমসের শেয়ার দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। ১ অক্টোবর তা ৩৫ টাকা হয়। একইভাবে দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দরও ধারাবাহিকভাবে বাড়ছে।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে ধরে নিয়ে কারণ জানতে নোটিস দেয়। জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।