এসকোয়ারের আইপিও অনুমোদন

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে এসকোয়ার নিট কম্পোজিট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 02:10 PM
Updated : 27 Sept 2018, 02:10 PM

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৃহস্পতিবারের সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানির প্রস্তাব অনুমোদন পায়।

এসকোয়ার ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা তুলবে।

এর মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা দরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনবেন। আর সাধারণ বিনিয়োগকারীরা ৪০ টাকায় ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১টি শেয়ার কিনেবেন।

এর আগে কোম্পানি নিলামের মাধ্যমে প্রতিটি শেয়ারের ‘কাট অফ প্রাইস’ নির্ধারণ করে ৪৫  টাকা। এই কোম্পানির শেয়ার সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ৪০ টাকায়।

জুন ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ২ টাকা ৫২ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৫ টাকা ৯৬ পয়সা।

কোম্পানির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইনেন্স ক্যাপিটাল লিমিটেড।