অস্থিরতার মধ্যে দরপতন পুঁজিবাজারে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যে ব্যাপক দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 12:51 PM
Updated : 5 August 2018, 12:51 PM

সপ্তাহের প্রথম দিন রোববার বাংলাদেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ পয়েন্টের মতো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি।

সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।

অথচ গত সপ্তাহের শেষ তিন দিনই সূচক বেড়েছিল বাজারে। মঙ্গলবার ডিএসইএক্স বেড়েছিল ৪০ পয়েন্টের বেশি। বুধবার বেড়েছিল ৪৫ পয়েন্ট। বৃহস্পতিবার বাড়ে ৫১ পয়েন্টের বেশি।

ওই তিন দিনে গড় লেনদেন ছিল ৭৫০ কোটি টাকার উপরে। রোববার সেই লেনদেন ৬৫৯ কোটি টাকায় নেমে এসেছে।

বাজার বিশ্লেষণ করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে। পরিবহন সংকটের কারণে বিনিয়োগকারীরা মতিঝিলসহ হাউজগুলোতে যেতে পারছেন না। সবমিলিয়ে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০৫ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৭৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪২ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৭ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১-পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৯১ দশমিক ৩৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।