কারণ ছাড়াই বাড়ছে ৪ কোম্পানির শেয়ার দর

কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারের দাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 05:52 PM
Updated : 4 July 2018, 05:52 PM

কোম্পানিগুলো হল রিজেন্ট টেক্সটাইল মিলস্‌, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং, ওরিয়ন ইনফিউশন এবং লিগাসি ফুটওয়ার।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার কোনো কারণ খুঁজে না পাওয়ার কথা বলা হয়।

বস্ত্র খাতের রিজেন্ট টেক্সটাইল মিলসের শেয়ারের দাম ৫ দিনে বেড়েছে ২৮.৪০ শতাংশ। ২৬ জুন শেয়ারটির দাম ছিল ১৬ টাকা ৮০ পয়সা; ৪ জুলাই শেয়ারটির দাম হয়েছে ২০ টাকা ৮০ পয়সা।

বস্ত্র খাতের ড্রাগন সোয়টার এন্ড স্পিনিংয়ের শেয়ারের দাম ১১ দিনে বেড়েছে ৪৪.৬৩ শতাংশ। ১৮ জুন শেয়ারটির দাম ছিল ১৭ টাকা ৭০ পয়সা; ৪ জুলাই শেয়ারটির দাম হয়েছে ২৫ টাকা ৬০ পয়সা।

ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দাম ১৭ দিনে বেড়েছে ২৬.৭৭ শতাংশ। ৫ জুন শেয়ারটির দাম ছিল ৪৯ টাকা ৩০ পয়সা; ৪ জুলাই শেয়ারটির দাম হয়েছে ৬২ টাকা ৫০ পয়সা।

 চামড়া শিল্প খাতের লিগাসি ফুটওয়ারের শেয়ারের দাম ৩ দিনে বেড়েছে ৩২.৪০ শতাংশ। ২৮ জুন শেয়ারটির দাম ছিল ৭৫ টাকা ৩০ পয়সা; ৪ জুলাই শেয়ারটির দাম হয়েছে ৯৯ টাকা ৭০ পয়সা।