পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

সপ্তাহের চতুর্থ দিন সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই পঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 10:24 AM
Updated : 4 July 2018, 10:24 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৪৫ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪১ কোটি ২২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১১৩ কোটি ৩৪ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছ ৪৩টির।

এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি ২৩ লাখ টাকা বেড়ে ৬৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১০৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে।