লিবরা ইনফিউশনের দর বাড়ছে কারণ ছাড়া

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনের শেয়ার দর বাড়ছে কোনো কারণ ছাড়া ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 09:37 AM
Updated : 28 June 2018, 09:37 AM
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, গত ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত এ শেয়ারের দর ৫০৫.৮০ টাকা থেকে ১১৫৩.৩০ টাকায় পৌঁছায়।

অর্থাৎ শেষ ১৭ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর ৬৪৭.৫০ টাকা বা ১২৮ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই।

জবাবে গত ২৭ জুন কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।