বিদ্যুৎকেন্দ্র করছে ইউনিক হোটেল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 01:01 PM
Updated : 27 June 2018, 01:37 PM

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয় ।

ইউনিক গ্রুপের সহযোগী কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গুয়ামা পিআর হোল্ডিংস বিভি এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে একটি কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের কোম্পানি সচিব শরীফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমাদের প্রকল্পটি শেষ করতে ৫২০ মিলিয়ন ডলার খরচ হবে। আমরা ৭ বছরের মধ্যে খরচ তুলে ফেলব, বাকি ১৫ বছরে লাভ আসবে।”

প্রতি ডলার ৮৪ টাকা হিসেবে এই প্রকল্পের ব্যয়ের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়নে ৩৬ মাস সময় ধরলেও শরীফ আশা করছেন, ২৪ মাসের মধ্যে কাজ শেষ করতে পারবেন।

“এর পর ২২ বছর আমাদের বিদ্যুৎ সরকার কিনে নেবে,” বলেন তিনি।

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাস/আর-এলএনজি ভিত্তিক কমবাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হবে।

কেন্দ্রটির মালিকানার ৬৫.০১ শতাংশ ইউনিক হোটেলের, ৩০ শতাংশ গুয়ামা পিআর হোল্ডিংসের এবং ৪.৯৯ শতাংশ মালিকানা থাকবে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের।

গত ২৫ জুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কনসর্টিয়ামটিকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়।