বাজেট ঘোষণার মধ্যে পুঁজিবাজারে দরপতন

ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর কমিয়ে নতুন বাজেট ঘোষণার মধ্যেও দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 12:03 PM
Updated : 7 June 2018, 12:03 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে প্রায় একহাজার ২৩৮ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির কোম্পানির দর কমেছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে। হাতবদল হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৮-১৯ সালের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আরোপিত কর বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২ কোটি ২৮ লাখ টাকা বেড়ে ২০ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৭২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে।