আরো ৩ বছর ডিএসইর মুনাফায় কর অবকাশ চান ব্যবসায়ীরা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুনাফার উপর আরও তিন বছরের জন্য শতভাগ কর অবকাশ সুবিধা চেয়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2018, 07:49 AM
Updated : 30 May 2018, 07:58 AM

মঙ্গলবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন।

পরে ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আরো ৩ বছর ডিএসইর মুনাফার উপর কর ১০০ শতাংশ মওকুফ চেয়েছি।

“আমরা বলেছি, এই লভ্যাংশের টাকা আমরা নেব না, এ টাকা থেকে আমরা একটা ডাটা সেন্টার ও ক্লিয়ারিং হাউজ তৈরি করব।”

লালী জানান, আসছে বাজেট সামনে রেখে পুঁজিবাজার সংশ্লিষ্ট ১০ দফা দাবি তারা অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেছেন।

“এর মধ্যে আমরা ৩টি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছি। একটি হল আমরা চীনের দুই স্টক এক্সচেঞ্জের কাছে ডিএসইর শেয়ার বিক্রি করে পাওয়া টাকার পুরোটাই পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাই। এজন্য আমরা এই টাকার উপর যে ১৫ শতাংশ ক্যাপিট্যাল গেইন ট্যাক্স আছে তা মওকুফ চেয়েছি।”