১৩ দিন পর সূচক বাড়ল পুঁজিবাজারে

টানা ১৩ দিন পতনের পর সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে; বেড়েছে লেনদেনের পরিমাণও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 11:09 AM
Updated : 21 May 2018, 11:09 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্টের বেশি বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ২৮ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৮৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ এপ্রিল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৮১৩ পয়েন্ট। এরপর ১৩ দিনে সূচক ৪২৩ পয়েন্ট বা ৭.৩০ শতাংশ কমে রোববার ৫ হাজার ৩৯০ পয়েন্টে নেমে আসে, যা ছিল গত এক বছরের মধ্যে সবচেয়ে কম।

এর আগে সূচক সবচেয়ে কম ছিল ২০১৭ সালের ৩০ মে, ৫ হাজার ৩৭৩ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৬১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬৬ কোটি ১৪ লাখ টাকা বেশি।

এ বাজারে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৯৪টির এবং আর অপরিবর্তিত রয়েছে ৪০টি দর।

সিএসইতে এদিন ২৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।