দরপতনে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনেও বাংলাদেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে; কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 11:03 AM
Updated : 17 May 2018, 11:03 AM

টানা ১২ দিনের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ৩৭০ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৯২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি।

লেনদেন বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর এদিন কমেছে। লেনদেনে অংশ নেওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

দিন শেষে ডিএসইএক্স ৬৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৫১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট কমে দিন শেষে ১৬ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছিল।

সিএসইতে লেনদেনে থাকা ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ২০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।