ব্র্যাক ব্যাংকের ২৫% লভ্যাংশ অনুমোদন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 03:26 PM
Updated : 26 April 2018, 03:26 PM

বৃহস্পতিবার সাভারে ব্র্যাক-সিডিএমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাধারণ সভার আগে ব্যাংকের ১০ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে শেয়ারহোল্ডাররা অনুমোদিত মূলধন ১২০০ কোটি টাকা থেকে ২০০০ কোটি টাকায় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।

ব্যাংকের পরিচালক শিব নারায়ন কৈরী, কাজী মাহমুদ সাত্তার, কায়সার কবির, আসিফ সালেহ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৭ সালে ব্যাংক সমন্বিত পরিচালনা মুনাফা হিসেবে ৯৪২.২০ কোটি টাকা অর্জন করে, যা ২০১৬ সালের ৮৬১.১০ কোটি টাকা থেকে ৯ শতাংশ বেশি।

২০১৭ সালে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা (কর পরিশোধের পর) ৩৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৪৯.৮০ কোটি টাকায়, যা ২০১৬ সালে ছিল ৪০৭.৬০ কোটি টাকা।

২০১৭ সালে সমন্বিত আর্নিংস পার শেয়ার (ইপিএস) বেড়ে দাঁড়ায় ৬.০৭ টাকা, যা ২০১৬ সালে ছিল ৪.৫৫ টাকা।

২০১৭ সালের ডিসেম্বরে প্রতি শেয়ারে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) সমন্বিতভাবে দাঁড়ায় ৩১.১০ টাকা, যা ২০১৬ সালের ডিসেম্বরে ছিল ২৫.৯০ টাকা।