সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন

সপ্তাহের শেষ দিন সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 07:35 AM
Updated : 5 April 2018, 07:35 AM

বৃহস্পতিবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বাজারে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বেলা ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯১৭ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।