স্টার সিরামিকসের রোড শো

পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে টাকা তুলতে রোড শো করেছে স্টার সিরামিকস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 05:35 PM
Updated : 29 March 2018, 05:35 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার র‌্যাডিসন হোটেলে যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।

স্টার সিরামিকস পুঁজিবাজার থেকে ৬০ কোটি টাকা মূলধন তুলতে চায়। এই অর্থের ৪৩ কোটি টাকা স্যানেটারি ওয়ার প্রকল্পের প্রসার এবং বাকি অর্থ ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও সংক্রান্ত খরচ বাবদ ব্যবহারের কথা জানিয়েছে কোম্পানিটি।

স্টার সিরামিকসের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে যথাক্রমে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আই সি বি ক্যাপিটাল ম্যানেজমেন্ট  লিমিটেড এবং রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

রোড শোতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার রুটস ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সারওয়ার হোসেন বলেন, “বর্তমান মার্কেটে স্টার সিরামিক্স লিমিটেডের মতো কোম্পানির আইপিওতে আসার উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের শেয়ার বাজারকে আরও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার সিরামিকসের চেয়ারম্যান সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক কামার উজ জামান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল রহমান এবং গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

স্টার সিরামিকস ২০১০ সালে ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। হবিগঞ্জের মাধবপুর থানার রিয়াজ নগরে কোম্পানিটির কারখানা।

২০১৩ সাল থেকে টাইলস উৎপাদন শুরু করে কোম্পানিটি। বর্তমানে গড়ে প্রতিদিন ২২০০০ স্কয়ার মিটার টাইলস এবং ১২০০ টি করে স্যানেটারি ওয়্যার তৈরি হচ্ছে বলে কোম্পানির প্রসপেকটাসে বলা হয়েছে।

এতে বলা হয়, স্টার সিরামিকসের এখন বছরে মোট বিক্রির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। কোম্পানির অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধনের মাত্রা দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫০ কোটি ও ১৫০ কোটি।