দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৫৯ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় দিন পুঁজিবাজারে মূল্য সূচকে বড় পতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 08:00 AM
Updated : 12 March 2018, 08:00 AM

সোমবার লেনদেনের শুরুর প্রথম ২ ঘণ্টায় দুই পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

এদিন বেলা ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮ টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭০৪ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।